Ig Nobel Prize
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হওয়া নিয়ে যখন হইচই পরে গেছে পুরো বিশ্বে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:gettyimages ঠিক তখনই ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো ,যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ,মেক্সিকান প্রেসিডেন্ট অ্যানড্রুস ম্যানুয়েল ,বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কো ,তুরস্কের এরদোগান ,রাশিয়ার ভ্লাদিমির পুতিন ,তুর্কেমিনিস্তানের প্রেসিডেন্ট এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিকিৎসা শিক্ষায় তাঁদের বিশেষ অবদানের জন্য জিতে নিয়েছেন আইজি নোবেল পুরস্কার ! বাদ যায় নি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তাঁদের এই পুরস্কার প্রাপ্তি কারণ হিসেবে আইজি নোবেল কমিটি উল্লেখ করেন যে, তাঁরা কোভিড-১৯ প্যান্ডামিকের সময় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ডাক্তার কিংবা বিজ্ঞানীদের চেয়েও রাজনীতিবিদদের যে তাৎক্ষণিক প্রভাব বেশি তা তুলে ধরতে পেয়েছেন! ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: bengali.new18.com উল্লেখ্য যে,নরেন্দ্র মোদী দ্বিতীয় ভ...