Ig Nobel Prize

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত  হওয়া নিয়ে যখন হইচই পরে গেছে পুরো বিশ্বে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:gettyimages       

ঠিক তখনই ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো,যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন,মেক্সিকান প্রেসিডেন্ট অ্যানড্রুস ম্যানুয়েল,বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কো,তুরস্কের এরদোগান,রাশিয়ার ভ্লাদিমির পুতিন,তুর্কেমিনিস্তানের প্রেসিডেন্ট এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিকিৎসা শিক্ষায় তাঁদের বিশেষ অবদানের জন্য  জিতে নিয়েছেন আইজি নোবেল পুরস্কার! বাদ যায় নি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

তাঁদের এই পুরস্কার প্রাপ্তি কারণ হিসেবে আইজি নোবেল কমিটি উল্লেখ করেন যে, তাঁরা  কোভিড-১৯  প্যান্ডামিকের সময়  জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে  ডাক্তার কিংবা বিজ্ঞানীদের চেয়েও রাজনীতিবিদদের যে তাৎক্ষণিক প্রভাব বেশি তা তুলে ধরতে পেয়েছেন!

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ছবি: bengali.new18.com
    

উল্লেখ্য যে,নরেন্দ্র মোদী দ্বিতীয় ভারতীয় প্রধানমন্ত্রী যাঁকে এই পুরস্কার দেওয়া হলো।প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ১৯৯৮ সালে এই নোবেল পুরস্কার পেয়েছিলেন অটলবিহারি বাজপেয়ী 'আগ্রাসী অথচ শান্তিপূর্ণ' ভাবে পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য।

ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী।
ছবি: Hindustan Times
       

পাকিস্তানি প্রধানমন্ত্রী  নওয়াজ শরীফ। ছবি:রয়টার্স 


একই বছর পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফকেও আইজি নোবেল প্রাইজ প্রদান করা হয়েছিলো তাঁর 'আগ্রাসী অথচ শান্তিপূর্ণ' ভাবে  পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য।


১৯৯৬ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাকব চিরাককে এই পুরস্কার দেওয়া হয় তাঁর প্যাসিফিক ওসেনে পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালানোর জন্য।উল্লেখ্য যে,দিনটি ছিলো জাপানের হিরোশিমায় মার্কিন বাহিনীর লিটল বয় নামক পারমাণবিক বোমা ফেলার ৫০ তম বার্ষিকী।

এডওয়ার্ড টেলর,হাইড্রোজেন বোমার জনক। ছবি:Nature.com   

১৯৯১ সালে শান্তিতে আইজি নোবেল পুরস্কার  প্রদান করা হয় হাইড্রোজেন বোমার জনক এডওয়ার্ড টেলারকে।শান্তির বিপক্ষে তাঁর আজীবনের প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ।

১৯৯২ সালে ড্যারিল গেটসকে এই পুরস্কার প্রদান করা হয়।তিনি অত্যন্ত বির্তকিত একজন পুলিশ প্রধান ছিলেন।

এছাড়াও অসম্ভব ও মজাদার সব আবিষ্কারের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।যেমন:

বিজ্ঞানী আন্দ্রে জিম,নোবেল লরিয়েট ২০১০
 ছবি :gettyimages 
  


২০০০ সালে আন্দ্রে জিম নামে একজন রাশিয়ান বিজ্ঞানীকে আইজি নোবেল পুরস্কার দেওয়া হয় তাঁর চুম্বক ক্ষেত্রের সাহায্য ব্যাঙকে ভাসিয়া রাখার চমকপ্রদ পদ্ধতি আবিস্কারের জন্য। যিনি ২০১০ সালে ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছেন।

চৌম্বক ক্ষেত্রে  ভাসমান ব্যাঙ।
ছবি:Inside the Perimeter
 


এতক্ষণ ধরে হয়তো ভাবছে এই পুরস্কার প্রদানের উদ্দেশ্য কি? চলুন জেনে নেয়া যাক, আইজি নোবেল পুরস্কারের আদ্যোপান্ত। 

আইজি নোবেল পুরস্কার কি?

আইজি নোবেল কমিটির চেয়ারম্যান মার্ক অ্যাব্রাহামস খুব সুন্দর করে আইজি নোবেল পুরস্কার সম্পর্কে বলেন," কিছু মানুষ এর স্বপ্নে বিভোর,কিছু আবার বিমুখ।কিছু মানুষ একে সভ্যতার চিহ্ন ভাবে,কিছু মানুষ  এটাকে উপহাস করে।কেউ বা এতে আনন্দিত হয়,কেউ প্রশংসায় পঞ্চমুখ।কিছু অভিযোগে ব্যস্ত,কিছু মানুষ রহস্যবৃত হয়ে যায়,কিছু মানুষ পাগলের মত এর ভালবাসায় পড়ে যায়।"

এটি সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল কর্তৃক প্রবর্তিত কোন নোবেল পুরস্কার নয়। আইজি নোবেল পুরস্কার  হচ্ছে, অ্যানালাস অফ ইমপ্রোবাবল রিসার্চ ম্যাগাজিনের পক্ষ থেকে প্রতিবছর ব্যঙ্গ করে বিভিন্ন রাষ্ট্রনেতাদের এই পুরস্কার দেওয়া হয়।কোন ঘটনার ব্যঙ্গার্থক দিকটিকে ফোকাস করা হয় এই নোবেল পুরস্কারের বাছাইয়ের ক্ষেত্রে।এছাড়াও প্রতি বছর ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান কর হয়।

মার্ক আব্রাহামস, প্রবর্তক আইজি নোবেল প্রাইজ। 
ছবি : gettyimages     


১৯৯১ সাল থেকে  এই পুরস্কার প্রবর্তন করা হয়।অ্যানালস অফ ইমপ্রোবাবল রিসার্চের সম্পাদক এবং সহপ্রতিষ্ঠাতা মার্ক  অ্যাব্রাহামস আইজি নোবেল পুরস্কারের প্রবর্তক।

সাইন্স,মেডিসিন, টেকনোলজি সহ ভিন্ন ভিন্ন বিষয়ে কল্পনাপ্রিয় প্রতিভাবান এবং ব্যাঙ্গাত্মক দিক থেকে আইজি নোবেল  পুরস্কার দেওয়া হয়।

স্যান্ডার্স থিয়েটার হল, হার্ভার্ড  ইউনিভার্সিটি। 
ছবি: gettyimages 
 


প্রতিবছর সেপ্টেম্বর মাসে১১০০ জন দর্শেকের উপস্থিতিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে জেনুইন নোবেল লরিয়েট কর্তৃক  বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

নোবেল পুরস্কার  এবং আইজি নোবেল পুরস্কার  :

আলফ্রেড নোবেল কর্তৃক প্রবর্তিত নোবেল পুরস্কার  ১৯০১ সাল থেকে সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল ও অনন্যসাধারণ গবেষণা ও উদ্ভাবন এবং মানব কল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য  ৬ টি ক্যাটাগরি যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন ,অর্থনীতি, সাহিত্য এবং শান্তিতে দেওয়া হয়।

"Ig Nobel Prizes are awarded for achievement that makes people laugh, then think." অর্থাৎ  যে আবিষ্কার বা এমন কোন বিষয় বা এমন কোন  ঘটনা যা মানুষকে  প্রথম হাসায় তারপর ভাবতে শেখায় এমন সব অবদানের স্বীকৃতিস্বরূপ আইজি নোবেল  পুরস্কার প্রদান করা  হয়।

 

আইজি নোবেল পুরস্কার দেওয়া হয় প্রতি বছর ১০ টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে।আর ২০২০ সালে অ্যাকুয়েস্টিক,সাইকোলজি, পিস, ফিজিক্স, ইকোনমিকস,ম্যানেজম্যান্ট,এন্টোমলজি,মেডিসিন, মেডিকেল এডুকেশন এবং ম্যাটেরিয়ালস সাইন্স  এই পুরস্কার দেওয়া হয়েছে, ২০২০ সালের চমকপ্রদ আবিষ্কার এবং ব্যতিক্রমধর্মী অবদানের জন্য।

দেখে নেয়া যাক,২০২০ সালের আইজি নোবেল পুরস্কার বিজয়ী এবং তাদের  চমকপ্রদ আর উদ্ভট সব উদ্ভাবন!

২০২০ সালে আইজি নোবেল বিজয়ী। 
 ছবি:Ig Nobel website.
   


★কুমিরের ভোকাল কমিউনিকেশন কি তাদের আকারের উপর নির্ভর করে, এই বিষয়ে উপর গবেষণার জন্য অ্যাকুয়েস্টিকে আইজি নোবেল প্রাইজ পেয়েছে অস্ট্রেলিয়া, কানাডা,সুইজারল্যান্ড, সুইডেন, জাপান এবং ইউএস এর একদল গবেষক।

মিরান্ডা জিয়োলিন এবং নিকোলাস রুল মানুষের ভ্রু পরীক্ষার মাধ্যমে নার্সিস্টদের চিহ্নিত করার পদ্ধতি বের করার জন্য সাইকোলজিতে আইজি নোবেল প্রাইজ জিতেছেন।

শান্তিতে এই পুরস্কার দেওয়া হয়েছে চিরপ্রতিন্দ্বী পাকিস্তান ও ভারতের সরকারকে তাদের ২০১৮ সালের ডোরবেল ডিপ্লোম্যাসির [Doorbell Diplomacy] কারণে।

★উচ্চ ফ্রিকোয়েন্সিতে কেঁচোকে কম্পিত করলে জীবিত অবস্থায় তাদের আকারের কি পরিবর্তন ঘটে, এই বিষয়ে গবেষণার জন্য ফিজিক্সে আইজি নোবেল প্রাইজ দেওয়া হয়েছে ম্যাকসেমভ এবং আন্দ্রে পোটস্কি নামে গবেষকদের।

★বিভিন্ন দেশের মধ্যে ন্যাশনাল ইনকাম ইনইকুয়ালিটি এবং মাউথ টু মাউথ কিসিংয়ের উপর গবেষণা করে ক্রিস্টোফারসহ আট জন গবেষক ইকোনমিকসে আইজি নোবেল প্রাইজ  জিতে নিয়েছেন।

ইন্টোমলজিতে রিকার্ড ভেটার এই পুরস্কার পেয়েছেন।  তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে, পতঙ্গবিজ্ঞানীরা মাকড়শাকে ভয় পায়।

★মানুষের খাওয়া বা চিবানোর শব্দ যে  অন্য মানুষের বিরক্ত কারণ এবং তা মিসোফোনিয়া[Misophonia] এই বিষয়টি পরীক্ষা করে প্রমাণ করার জন্য চিকিৎসায় আইজি নোবেল প্রাইজ জিতেছেন নিলেনকে,ডানিস এবং লুন।

ম্যাটেরিয়ালস সাইন্সে মেটিন ইরানসহ ৬ জনকে আইজি নোবেল প্রাইজ  প্রদান করা হয়েছে।তাঁরা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছেন যে,"মানুষের মল থেকে তৈরী ছুরি কাজ করে" এই দাবি মিথ্যা।

এখনও যদি না বুঝে থাকেন আইজি নোবেল পুরস্কার কি এবং কেন তা ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন,  বলসোনারো এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেদ্র মোদীকে চিকিৎসা শিক্ষায় বিশেষ অবদানের জন্য দেওয়া হয়েছে,তাহলে একবার ঘুরে আসতে পারেন www.improbable.com এই ওয়েবসাইটে।

Comments

Popular Posts